১০ জানুয়ারি ২০২৫, ১১:০২

ঢাবিতে শুরু হলো ৩ দিনব্যাপী শীতকালীন বই উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে শীতকালীন বইমেলা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে শীতকালীন বইমেলা ২০২৫। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ্ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে শুরু হওয়া ৩ দিনব্যাপী মেলাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ উপলক্ষ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আশিকুজ্জামান আনিস কোরআন তেলাওয়াতের মাধ্যমে বইমেলার শুভ উদ্বোধন করেন।

বইমেলার উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ। বই পড়ার মাধ্যমেই জ্ঞানের সমৃদ্ধি ঘটে। বইপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে বইমেলা কার্যকর ভূমিকা রাখতে পারে। জ্ঞান চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বইমেলা আয়োজনের মতো উদ্যোগকে সমাজে ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শীতকালীন বইমেলায় ২৩টি প্রকাশনী সংস্থার স্টল স্থান পেয়েছে। আগামী ১১ জানুয়ারি ২০২৫ এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলায় বই কেনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৭% ডিসকাউন্ট রয়েছে। শিক্ষার্থীরা যেকোনো পরিচয়পত্র দেখানোর মাধ্যমে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া মেলা উপলক্ষ্যে স্ট্রিট কুইজের আয়োজনও করা হয়েছে, কুইজের সঠিক উত্তরদাতাদের জন্যও পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব। স্পনসর করেছে রাহনুমা প্রকাশনী।