রাবিতে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: বাহ্যিক গতিশীলতা ও অভ্যন্তরীণ রূপান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী নওশীন ইসলাম।
সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং বিশ্বব্যাপী সাম্প্রতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বোঝা অপরিহার্য হয়ে পড়েছে। যেহেতু উন্নত জ্ঞান উন্নত অনুশীলনে রূপান্তরিত হয়, তাই শিক্ষার্থীদের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা উচিত। যা বাংলাদেশের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি করে।
উদাহরণ টেনে তিনি বলেন, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশকে নানাভাবে প্রভাবিত করে। এ প্রেক্ষাপটে আজকের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাহোক, বাংলাদেশের জাতীয় স্বার্থ উন্নীত করার জন্য বর্তমান সরকারের অধীনে মাইগ্রেশন এবং ব্লু ইকোনমি কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।
প্রধান আলোচক অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস বাংলাদেশের ফরেইন পলিসি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েও বিস্তারিত বলেন। নতুন বাংলাদেশের রূপরেখা, তরুণদের ভূমিকা, জিও পলিটিক্স এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের নতুন সমীকরণ নিয়েও বিস্তারিত ধারণা দেন। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে পলিসি মেকিং এ রিফর্মেশন দরকার বলে মন্তব্য করেন তিনি ।