০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

জাবিতে সেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র শীতবস্ত্র বিতরণ 

অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কর্মীরা।

লাল সবুজ উন্নয়ন সংঘের জাবি ও ঢাকা জেলা সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে এবং সুবিধা বঞ্চিত মানুষকে জানানো যে, তারা একা নয়। তিনি আরো বলেন, আমরা শুধু সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই নয়। আমরা সমাজে মাদক বিরোধী কর্মসূচি ইভটিজিং রোধ, বাল্যবিবাহ প্রতিকারসহ সামাজিক বিভিন্ন কাজ করে থাকি। এছাড়া আমরা প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। এসময় তিনি সমাজের অন্যান্য সবাইকে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সমাজে আমরা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করেছি। সমাজে ধনীদের সম্পদে গরিব মানুষের অধিকার আছে। সেটা শরীয়তেও আছে। আমরা আমাদের সেই দায়িত্ব থেকে সরে আসার কারণে সমাজে আজ এ বিভাজন সৃষ্টি হয়েছে, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারতাম তাহলে এই বিভাজন তৈরি হতো না। এসময় তিনি শুধু শীতের কাপড় নয় অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান এবং যেকোনো প্রয়োজন পাশে থাকার কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান বলেন, পৃথিবীতে মানুষ মানুষকে তার কাজের মাধ্যমে চিহ্নিত করে। সমাজের প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুযায়ী অন্যের পাশের দাঁড়ানো উচিত। এসময় তিনি প্রশ্ন রাখেন, আমরা যারা এখানে উপস্থিত আছি তারা কি সবাই অন্যের পাশে দাঁড়াতে পেড়েছি। আপনি যদি একজন মানুষকে সাহায্য করেন তাহলে কিন্তু গোটা জগৎ পরিবর্তন হবে না, কিন্তু আপনি যাকে সাহায্য করলেন তার গোটা জগতটা পরিবর্তন হয়ে গেল। এজন্য প্রত্যেককে তার আশেপাশের মানুষের পাশে দাঁড়ানো উচিত। এসময় তিনি লাল সবুজ উন্নয়ন সংঘের সেচ্ছাসেবী কাজকে সাধুবাদ জানান এবং যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।