পোষ্য কোটা বাতিলের ইস্যুতে রাবির আইসিটি সেন্টার পরিচালকের পদত্যাগ
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে পোষ্য কোটা বাতিলের দাবি আদায়ের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম। বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এমন অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে আন্দোলনে বহিরাগতদের এনে প্রশাসনকে অবরুদ্ধ করার অভিযোগও করেন।
অধ্যাপক সাইফুল ইসলাম জানান, প্রায় দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অশালীন ভাষায় তাদেরকে অপমান-অপদস্থ করা হয়েছে ৷ একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানাভাবে তাদেরকে হেয় করা হয়৷ সবশেষ গতকাল 'সন্ত্রাসী' কায়দায় প্রশাসনকে অবরুদ্ধ করে দাবি মানতে বাধ্য করা হয়।
তিনি বলেন, আন্দোলনে বহিরাগত এনে প্রশাসনকে যেভাবে জিম্মি করা হয়েছে সেটি আমাদের জন্য অপমানজনক৷ এরই প্রতিবাদে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছি। একই সাথে যারা বহিরাগতদের ব্যবহার করে আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি৷
এর আগে, গত ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে প্রায় ১২ ঘণ্টা দুই উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা৷ পরে আন্দোলনের মুখে তাদের দাবি মানতে বাধ্য হয় প্রশাসন৷ রাতে আয়োজিত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পোষ্য কোটা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ সময় বিশ্ববিদ্যালয় ও রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।