০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং, ভোগান্তিতে শিক্ষার্থীরা

লাইট বন্ধ রেখে গ্রন্থাগারে সিনেমার শুটিং  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় গ্রন্থাগারে লাইট বন্ধ করে শুটিং করতে দেখা যায়।

জানা যায়, শুক্রবার ছুটির দিন বিকাল ৩ টায় গ্রন্থাগার চালুর কথা থাকলেও শিক্ষার্থীরা সেখানে গিয়ে দেখেন শুটিং চলছে। বহিরাগত লোকজনও চলাচল করছে। এরপর গ্রন্থাগার চালুর প্রায় পৌনে এক ঘণ্টা পর শেষ হয় সিনেমার শুটিং। এতে পড়তে আসা শিক্ষার্থীরা অন্ধকারে বিড়ম্বনায় পড়েন।

আরও পড়ুন: ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতির ভর্তি পরীক্ষা আগামী ২ মে

গ্রন্থাগারে পড়তে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, লাইব্রেরিতে শুটিং হয়েছে। লাইব্রেরির খোলার প্রায় পৌনে এক ঘণ্টা পরও লাইট অফ করে রাখা হয়। আর শুটিংয়ের লোকজনের আনাগোনায় পড়াশোনার পরিবেশ ছিল না। একটা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের লাইব্রেরি শুধু পড়ার জন্য ব্যবহার করা উচিত।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই একটা সিনেমার শুটিং হয়েছে। তবে তাদের লাইব্রেরি খোলার আগেই চলে যাওয়ার কথা, কিন্তু তারা যায়নি।

এদিকে, গ্রন্থাগার বরাবর শুটিংয়ের অনুমতিপত্রে দেখা যায়, ওটিটি প্লাটফর্ম ‘চরকি’র জন্য নির্মিত ওয়েবফিল্ম ‘ঘুমপরীর গল্প’-এর শুটিংয়ের জন্য লাইব্রেরিতে আজ সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুমতি দেয়া হয়। তবে নির্ধারিত সময়ে পরও বেলা ৪টা পর্যন্ত তাদের সেখানে শুটিং করতে দেখা গেছে।

এছাড়াও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন সময় চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় গ্রন্থাগারে। সপ্তাহে দুই থেকে তিন দিনও থাকে পরীক্ষা। এতে গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়।