৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭
জাবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে নির্বাচনী তফসিল ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি। এর আগে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে রোডম্যাপ ঘোষণা করার জন্য ৫ কর্মদিবস সময় নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তার শেষ কর্মদিবস ছিল।
রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর), খসড়া ভোটার তালিকা প্রকাশ ২০২৫ সালের ১০ জানুয়ারি, , চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ জানুয়ারি, নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন ২৫ জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি।