দুই দফা দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান ২ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তিনি এই আমরণ অনশন শুরু করেন।
দাবিগুলো হলো-জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
অনশনরত শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, জুলাই গনঅভ্ত্থানে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলা করা হয়, হামলাকারীদের গ্রেফতার বা বিচার এই ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন কোন দৃশ্যমান পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরাসহ ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি কোন রিপোর্ট দিতে পারেনি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান বিচার কার্য নিয়ে আন্দোলনে সরব হওয়ায় গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের বিপরীত পাশে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে এক মুখোশধারী ব্যক্তি পালিয়ে যায়। প্রশাসনের কাছে জিডি করা হয়েছে কিন্তু কোন পদক্ষেপ নিতে পারেনি। আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা ১৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরেই হামলায় জড়িতদের যথাযথ বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করি। আগামী ৭ জানুয়ারি তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া আমাদের দেওয়া কথা অনুযায়ী আগামীকাল জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠনসহ রোড ম্যাপ প্রকাশ করা হবে।