২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০১

ঢাবিতে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব

উদ্বোধনী অনুষ্ঠান  © টিডিসি ফটো

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী (২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর) জয়নুল উৎসব। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই উৎসব। 

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও চারুকলা অনুষদ জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ মেলা আয়োজন করেছে। শিল্পকলায় জয়নুল আবেদিনের অবদান অসামান্য। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ, বিখ্যাত চিত্রশিল্পী হাসেম খানসহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে বিভিন্ন শিল্পীদের তৈরি শিল্পকর্মগুলো প্রদর্শন করেন অতিথিবৃন্দরা।

এবার জয়নুল উৎসবে অংশগ্রহণ করেছেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, শিল্পকলা ইতিহাস বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ, প্রিন্টমেকিং বিভাগ কারুশিল্প বিভাগ ও ভাস্কর্য বিভাগ। 

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা তাদের তৈরি নিজস্ব শিল্পগুলো নিয়ে হাজির হয়েছেন এবং আরও হবেন বলে জানা গেছে। উৎসবে ধাতব শিল্প, শোলা শিল্প, মাটির পুতুল শিল্প, কাঠের পুতুল শিল্প, পাখা শিল্প, নকশী কাঁথা শিল্প, পট শিল্প, গোলা শিল্প, শীতলপাটি শিল্প, শখের হাঁড়ি শিল্প, মণিপুরি তাঁত শিল্প , শীতলপাটি শিল্প ,শতরঞ্জি শিল্প, শঙ্খ শিল্প,মুখোশ শিল্প, বাঁশি শিল্প, হস্ত শিল্পসহ আরো অনেক শিল্প নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা।