২৬ ডিসেম্বর ২০২৪, ২১:১৭

বাকৃবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান 

অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার  © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আইকিউএসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, সর্বদাই বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্যে কাজ করেছি। ৫ আগস্টের আগেও করেছি, এখনও করছি, আর সামনেও করবো। আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নসহ বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মঞ্চে তুলে ধরার চেষ্টা করবো।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো হাম্মাদুর রহমান, বাকৃবি সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খাইরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বাকৃবি সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, ফ্যাব ল্যাবের পরিচালক অধ্যাপক ড.  এ কে এম আদহামসহ প্রমুখ।