২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭

৪ দিন পর খোঁজ পাওয়া গেছে সহ-সমন্বয়ক খালেদ হাসানের

খালেদ হাসান  © ফেসবুক থেকে নেওয়া

চার দিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ- সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের খালেদ হাসানের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সমন্বয়ক রিফাত রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন তিনি। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি।

এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা। পরিবারের সঙ্গেও খালেদের যোগাযোগ নেই বলে জানান তারা।

এদিকে খালেদ হাসানের সন্ধানের দাবিতে ‘সার্জেন্ট জহুরুল হক হলের  শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। বিক্ষোভটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় ভিসি চত্বর হয়ে জহুরুল হক হলে গিয়ে শেষ হয়। 

এসময় তারা বিপ্লবীদের কিছু হলে-জ্বলবে আগুন ঘরে ঘরে, অ্যাকশন টু অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন, ফ্যাসিস্টের দালালেরা-হুশিয়ার সাবধান, আমার ভাই গুম কেন-প্রশাসন জবাব চাই, খালেদ হাসান গুম কেন-প্রশাসন জবাব চাই প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সাধারণ ছাত্ররা বক্তব্য রাখেন।

জহুরুল হক হলের প্রভোস্ট ড. ফারুক সরকার বলেন, আমার শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছে তার সবগুলোর সাথে আমি একমত পোষণ করেছি। খালেদের সাথে ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি। তার মধ্যে অনেক পোটেনশিয়ালিটি ছিল। আমি এই ব্যাপারে জানার সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেছি।

তিনি বলেন, খালেদের নিখোঁজের বিষয়টি শুধু খালেদের মধ্যে সীমাবদ্ধ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো দেশের নাগরিকের নিরাপত্তার বিষয়। আমি প্রধান উপদেষ্টা ও অন্যান্য সংশ্লিষ্ট সকলকে বলতে চাই আমরা খালেদকে সুস্থ, সবল হিসেবে ফেরত পেতে চাই।