২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

ঢাবি উপাচার্যকে নববর্ষের উপহার দিলেন ইসলামী ছাত্র মজলিস

উপাচার্যকে উপহার দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস   © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে  উপহার সামগ্রী প্রদান করেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২ টায় উপাচার্যের কার্যালয়ে উপাচার্যকে এই উপহার প্রদান করা হয়।

এ সময়  ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইনের নেতৃত্বে ও সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইবনে সালমানের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মুহাম্মদ নুরে আলম, বায়তুলমাল সম্পাদক রিয়াজুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সাহিত্য সম্পাদক  ফয়েজ উদ্দিন প্রমুখ।

উপহার সামগ্রী প্রদানের সময় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ ছাত্র মজলিসের এ উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের আগামীর সার্বিক  কার্যক্রমের সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন ও নৈতিক মানসিকতা গঠনে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।