জাবিসাস এর কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ‘কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫’ এর জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাবিসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত ও ২৩ ডিসেম্বর'২০২৪ তারিখে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে জাবিসাস ‘কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫’ এর জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক
মো. ইউসুফ হারুন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।