চবি ছাত্রশিবিরের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফতেপুর শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে জুলাই শহিদ স্মৃতি ও বিজয় দিবস উপলক্ষ্যে আন্তঃথানা শাখা শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ান হয় ফতেপুর শাখা একাদশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন চবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ আলী ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো. পারভেজ, প্রচার সম্পাদক সাইদ বিন হাবিবসহ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় মুহাম্মদ ইব্রাহিম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে জুলাই শহিদ স্মৃতি ও ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আন্তঃউপশাখা পরবর্তী আন্তঃথানা টুর্নামেন্টের আয়োজন করা হয়। আজকে এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক সেশনের সমাপ্তি ও অ্যাকাডেমিক ব্যস্ততার মাঝে আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের মনে উৎফুল্লতা নিয়ে এসেছে। খেলায় জয়-পরাজয় থাকবে। আমরা খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলবো। এতে করে আমাদের স্বাস্থ্য এবং মন উভয় ভালো থাকবে।
চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। বর্তমানে তরুণ প্রজন্ম মোবাইল মাদক সহ বিভিন্ন ধরনের নেশাতে আসক্ত। তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
প্রসঙ্গত, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই টুর্নামেন্টে সংগঠনটির ২৮টি সাংগঠনিক থানা শাখার ২৮টি দল অংশগ্রহণ করে। সেমিফাইনালে চারটি দলের মধ্যে হাটহাজারী থানা শাখাকে হারিয়ে ফতেপুর একাদশ এবং ক্যাম্পাস শাখাকে হারিয়ে শাহ আমানত হল ফাইনালে যায়। বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ফতেপুর একাদশ এবং রানার্সআপ হয় শাহ আমানত হল শাখা।