২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩১
দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুুরের বাস
দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষাসফরের বাস। রবিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়ায় এ দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির সহকারি প্রক্টর রফিকুল ইসলাম।
পটিয়া থানা ডিউটি অফিসার মাইনুদ্দিন বলেন, পটিয়া থানার ভাইয়ার দিঘি নামক জায়গায় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
প্রক্টর রফিকুল ইসলাম বলেন, ট্যুরের দুইটা বাসে ইসলামিক স্টাডিজ বিভাগের ৬৫ জন শিক্ষার্থী ছিলেন। সবাই নিরাপদে আছেন।