১২ ডিসেম্বর ২০২৪, ২২:২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিএসসিতে সন্ধ্যার পর উচ্চস্বরে প্রোগ্রাম সাংস্কৃতিক ইউনিয়নের

  © সংগৃহীত

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সন্ধ্যার পর সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে উচ্চশব্দে গানের আসর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল তিনটা থেকে টিএসসির প্রধান ফকের পাশে 'উকিল মুন্সী বাউল' শিরোনামে এই অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। এর আগে গত ৮ ডিসেম্বর ঢাবি ভিসির বাসভবনের সামনে শব্দ দূষণের কারণে অতিষ্ঠ হয়ে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলের নারীরা ডিজে গান বাজিয়ে প্রতিবাদ করেন৷ 

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ও শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেসময় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার, মাইক ও গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজক সূত্র জানায়, তাদের কাছে প্রক্টরের পক্ষ হতে অনুমতি রয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা৷ এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমি এরকম কোনো অনুমতি দেয়নি। আমি তাদেরকে ছয়টার মধ্যে অল্প শব্দে শেষ করতে বলেছিলাম। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।