বিনা নোটিশে ডিজেবল ইমেইল অ্যাড্রেস, বিপাকে জাবির সাবেক শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাবেক শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ নথি, ফাইল ও ডকুমেন্টস সংগ্রহ করতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনা নোটিশে ইমেইল অ্যাড্রেস বন্ধ করে দিয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
মামুন-উর-রশিদ প্রান্ত নামে সাবেক এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে ইন্সটিটিউশনাল ইমেইল দেওয়া হয়েছিল অনেক আগে। সেটা সবাই ঠিকঠাকভাবে চালাচ্ছিল। ইন্সটিটিউশনাল মেইল ব্যাচওয়াইজ ক্লাস/এক্সামের পর পর বন্ধ করে দেয়া হতে পারে। সেটা নিয়ে শুরুর দিকে কথা হয়েছিল, পরে সেটা আর কার্যকর হয়নি।
তিনি বলেন, সবাই তখন স্বাভাবিকভাবেই ভেবেছে যে, বিশ্ববিদ্যালয় সবাইকে এতটুকু সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং যাবে। কিন্তু হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই এত বছর পর হুট করে সবার ইন্সটিটিউটশনাল ইমেইল ডিজ্যাবল করে দেয়া কতটুক যুক্তিযুক্ত? একটা ইমেইলে সবার নানান ধরনের জরুরি ডকুমেন্টস থাকে; সেটা সরিয়ে নেওয়ার জন্য তো ন্যূনতম সময় একটা সময় বেধে দেয়া যেত।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম ব্যাচের মুনিম আবদুল্লাহ বলেন, ‘আমি মনে করি এটি অবশ্যই প্রশাসনের ভুল। একটা ইমেইল অ্যাড্রেসে এখন অনেক কিছুই থাকে। কেউ হয়তো জরুরি ফাইল রাখে ড্রাইভে বা কেউ হয়তো চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার আবেদন করে এ ই-মেইল দিয়ে।
তাঁর ভাষ্য, এটি বন্ধ করতে হলে অন্তত তিনমাসের আগাম নোটিশ দেওয়া উচিত ছিল, যেন ইউজাররা তাদের ফাইল সরিয়ে নিতে পারে। আর এ ই-মেইলের অ্যাক্সেস বন্ধ করারও তেমন প্রয়োজন দেখি না। একটি এককালীন ফি’র বিনিময়ে এটার অ্যাক্সেস পার্মানেন্টলি দিয়ে দেওয়া যেতে পারে।
আরো পড়ুন: ৬ দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে কর্মরত প্রোগ্রামার মো. রেজাউল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক ইমেইল ব্যবহারকারীদের লিমিটেশন ৮০ শতাংশের বেশি হওয়ায় গুগল থেকে আমাদের জানানো হয়েছিল। পরে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের ইমেইল অ্যাড্রেস বন্ধ করতে হয়েছে। যেহেতু শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষ হলে ইমেইল অ্যাকাউন্ট গুলোর মেয়াদ শেষ হয়ে যায়, তাই সিস্টেম কলাপস বা সমস্যার ঝুঁকি এড়াতে সাবেক শিক্ষার্থীদের ইমেইল অ্যাকাউন্ট বন্ধ বা ডিজেবল করে দিতে হয়েছে।
এক্ষেত্রে সাবেক শিক্ষার্থীরা বিপাকে পড়লেও কিছু সময়ের জন্য তথ্য সংগ্রহ কিংবা স্থানান্তরের জন্য সাময়িকভাবে অনেক ইমেইল অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে তারা যেন তাদের তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে পারেন। এ ছাড়া তথ্য স্থানান্তরে সাবেক শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হলে আইসিটি সেলে যোগাযোগ করলে আমরা সমস্যা সমাধানে সহযোগিতা করব।