বিশ্বসেরা টেকসই ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের যে দুই বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ PM
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তৃতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এ র্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৩৪তম স্থান লাভ করে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর ৬৯০তম স্থান লাভ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান এবারও দ্বিতীয়। এছাড়া এক হাজারের তালিকায় বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
এবারের র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের প্রায় ১৮০০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় এবারও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হলো কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো। র্যাঙ্কিংয়ে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।
২০২৩ সালে প্রথমবারের মতো এই র্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। সেবার বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করা হয়েছিল। আর তাতে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। সেবার এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫১-৬০০ ও বুয়েটের অবস্থান ছিল ৬০১ থেকে ওপরে। এছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান হয়নি।
২০২৪ সালের দ্বিতীয়বারের মতো প্রকাশিত এই র্যাঙ্কিংয়েও এ তালিকায় এক হাজারের মধ্যে ৬৩৭তম স্থান লাভ করে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আর ৯০১ থেকে ৯২০ এর মধ্যে অবস্থান করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ছিল দ্বিতীয়। তাছাড়া এক হাজারের বাইরে স্থান হয়েছিলও আরও চারটি বিশ্ববিদ্যালয়।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এ তালিকায় এক হাজারের বাইরে স্থান হয়েছে ১৩টি বিশ্ববিদ্যালয়ের। এরমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০৮০-১১০০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১০১-১১২০, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৪১-১১৬০ এর মধ্যে। এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩০১-১৩৫০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৫১-১৪০০, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১৪০১-১৪৫০, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০০+। এবার ১৫০০+ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।