পোষ্য কোটা নিয়ে শিক্ষকদের ‘ওপেন ডিবেট চ্যালেঞ্জ’ রাবি শিক্ষার্থীদের
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:২১ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ PM
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বিতর্কে অনড় অবস্থানে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য প্রশাসনকে শনিবার পর্যন্ত আল্টিমেটাম দেন রাবি শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় এদিন রাতেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। পরে শিক্ষকদের পোষ্য কোটা ইস্যুতে ওপেন ডিবেটের আহ্বান জানান শিক্ষার্থীরা।
৭ ডিসেম্বর (শনিবার) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও হল প্রদক্ষিণ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘কোটা না মেধা? মেধা! মেধা!’, ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে!’ ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘কোন শিক্ষক যদি পোষ্য কোটা নামক অযৌক্তিক এই কোটার পক্ষে একটিও যুক্তি দিতে পারেন, আমরা পোষ্য কোটা মেনে নেব। শুধু মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আমরা জুলাই-আগস্টে আন্দোলন করি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই পোষ্য কোটার কবর রচনা হবে, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় এবারও থাকবে সিলেকশন, পরিবর্তন হতে পারে তারিখ
রাবির সমন্বয়ক মেশকাত মিশু বলেন, ‘অযৌক্তিক কোটার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। পোষ্যকোটা একটি ষড়যন্ত্র। এটি প্রতিহত করবোই।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে; এটি তাদের অধিকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা ইস্যুতে শিক্ষার্থীসহ, অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা চাই, ইস্যুটির একটি শান্তিপূর্ণ সমাধান হোক।’
আরও পড়ুন: রাবি অধ্যাপকের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ সহকর্মীর
বিশ্ববিদ্যালয়ের কোটা পর্যালোচনা কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এটিকে উভমুখী চাপ বলে মন্তব্য করে বলেন, ‘শিক্ষকরা পোষ্য কোটাকে কোটা বলতে রাজি নন; বরং এটিকে অতিরিক্ত সুবিধা হিসেবে দেখছেন। তাই উভয় পক্ষকে বুঝিয়ে মাঝামাঝি অবস্থানে আসার চেষ্টা করছি।’
এদিকে আজ (৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পোষ্য কোটা ও এই কোটাকে সমর্থনকারী শিক্ষকদের লাল কার্ড প্রদর্শন করার কর্মসূচি পালন করবেন বলে জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।