দোহা ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঢাবি শিক্ষার্থী সাজিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিশিষ্ট বিতার্কিক সাজিদ মাহমুদ বর্তমানে কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দোহা ফোরাম ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
দোহা ফোরাম ২০২৪-এর থিম ‘নবচিন্তার অপরিহার্যতা’। নবচিন্তা শুধু ব্যবসা ও অর্থনীতিতে নয়, শাসনব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, নীতি ও আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলোয় প্রয়োগ করতে হবে। ‘কূটনীতি, সংলাপ ও বৈচিত্র্যর’ মাধ্যমে দোহা ফোরাম ভূরাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি, নিরাপত্তা ও সাংস্কৃতিক কূটনীতি নিয়ে আলোচনা করবে। উদ্ভাবনের শক্তি ও নীতিগুলো বৈশ্বিক সমস্যার সমাধানে কীভাবে প্রয়োগ করা যায়, তা নির্ধারণের প্ল্যাটফর্ম হবে এই ফোরাম।
সাজিদ মাহমুদ জুলাই অভ্যুত্থানের একজন কো-অর্ডিনেটর। তিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে সাজিদ লক্ষাধিক বাংলাদেশির সঙ্গে এ অভ্যুত্থানে যোগদান করেন।
আরও পড়ুন: ঢাবির ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল নিয়ে অপেশাদার কারবার, শিক্ষার্থীদের টাকার শ্রাদ্ধ
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষাজীবন শুরু করার পর থেকেই সাজিদ বৈশ্বিক শান্তি ও সংঘাত, কূটনীতি, আলোচনা ও দক্ষিণ এশীয় রাজনৈতিক গতিশীলতা নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রবন্ধ লিখেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপকের গবেষণা সহকারী হিসেবে কাজ করার ক্ষেত্রে সাজিদের গভীর অভিজ্ঞতা রয়েছে।
দোহা ফোরাম একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে একত্র হন। এ মর্যাদাপূর্ণ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাজিদের উপস্থিতি তার অসাধারণ যোগ্যতা এবং বৈশ্বিক আলোচনায় বাংলাদেশি যুবসমাজের গঠনমূলক ভূমিকা প্রদানের সম্ভাবনাকে প্রতিফলিত করে।