সম্প্রীতি স্থাপনে রাবিতে ঐক্যের শপথ পাঠ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ AM
‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সকল ধর্মের মানুষের সম্মিলিত ঐক্য’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো ঐক্যের শপথ।
রাবি সম্প্রীতি মঞ্চের উদ্যোগে আয়োজিত এ শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, ‘বিশেষ একটি কুচক্রী মহলের অপচেষ্টার কারণে আমাদের এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে। এই শপথ কেবল বাক্য নয়, এটি হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের দেশের মানুষের মনের সম্প্রীতি কোন বিদেশি ষড়যন্ত্রে ধ্বংস হবে না।’
আরও পড়ুন: রাবি অধ্যাপকের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ সহকর্মীর
বক্তব্যে সম্প্রীতির বার্তা অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণ ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। নেপালের শিক্ষার্থী সানি কুমার দাস বলেন, ‘আমরা হিন্দু, মুসলমান আমরা যেধর্মীয় মতাদর্শের হই না কেন আমাদের সবারই উচিত একজন মানুষ হিসেবে গড়ে ওঠা। আমাদের দল-মত যায় হোক না কেন আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয়। বাংলাদেশ এ ধরনের সম্প্রতির কারণে বাংলাদেশের মাটি আমার কাছে খুব প্রিয়।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান বলেন, ‘বর্তমান সময়ে এ ধরনের সম্প্রীতি অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম নয়, আমাদের মূল পরিচয় বাঙালি। দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
পরবর্তী সময়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং সবাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। শেষে দেশাত্মবোধক গান ও কবিতা দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।