৩০ নভেম্বর ২০২৪, ১৮:১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাক্সবন্দি’ নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশ থেকে একটি নবজাতক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক এক দিন হতে পারে। শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সার্বিক বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঢাবির জগন্নাথ হলের পাশের রাস্তায় নবজাতকটির মরদেহ পাওয়া যায়। লাশটি একটি ওড়না দিয়ে মোড়ানোর পর কাগজের কার্টুনে ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল। উদ্ধারের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশটি কে বা কারা সেখানে রেখে গেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।