২৯ নভেম্বর ২০২৪, ১৮:৫১

হ্যাক হওয়া ঢাবির ওয়েবসাইট পুনরুদ্ধার করল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের (www.ssl.du.ac.bd) একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর তা পুনরুদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ফেসবুক পেইজেে এ তথ্য জানাননো হয়। 

ফেসবুকের ওই পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের একটি অংশ ssl.du.ac.bd হ্যাক হওয়ার পর দ্রুততার সঙ্গে সেটি পুনরুদ্ধার করা হয়েছে। ওয়েবসাইটটি গতকাল বৃহস্পতিবার ২৮ নভেম্বর রাত ১১টার দিকে হ্যাক হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর আইসিটি সেলের প্রযুক্তিবিদরা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেন। বর্তমানে এটি সুরক্ষিত আছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেয় হ্যাকাররা। এতে ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন বিরোধী আন্দোলনে গতিময় করার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ জানানো হয়।