২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৮

ঢাবি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের নতুন আহ্বায়ক নুর, সদস্য সচিব ইউনুস

নূর হোসেন এবং সাজ্জাদ হোসেন ইউনুস (বাম দিক থেকে)।  © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁদপুর-(ডাকাতিয়া) এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এ কমিটি গঠন করা হয়েছে।

সদ্য গঠিত এ কমিটিতে নূর হোসেনকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে সাজ্জাদ হোসেন ইউনুসকে। এছাড়াও এ আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে আরও ১৭ সদস্যকে।

গঠিত এ আহ্বায়ক কমিটির বাকী সদস্যরা হলেন—মো. রেদোয়ান, নূরুল হক সিয়াম, ইসমাইল হোসেন ইমন, ফরিয়া তাসনিম সাইফ, মো. নোমান, কামরুল হাসান রনি, মাহমুদা রূপা, তানি তামান্না, নেছার আহমেদ, সমরণ ঘোষজা, মো. সাইফুল ইসলাম, তনজিম ইসলাম, লুৎফর রহমান, সাব্বির হোসেন এবং আশরাফুল জব্বার।

আরও পড়ুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম অর্থবছরে ১১ অনিয়ম

‘ডাকাতিয়া’কে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

‘ডাকাতিয়া’ চাঁদপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে কাজ করে থাকে। এর বাইরে চাঁদপুরে অনগ্রসরমাণ শিক্ষার্থীদের শিক্ষার বিষয়ে সহযোগিতাও করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

এর আগে বিগত সরকারের আমলে একসময়ের এই প্রভাবশালী সংগঠনকে সম্পূর্ণ  রাজনীতিকরণ করা হয়। যার কারণে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। নতুন ডাকাতিয়া হবে শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন, এটাই চাঁদপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কামনা।