ডুসালসের নতুন নেতৃত্বে আবদুল মজিদ-মুসলিমুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লোহাগাড়া-সাতকানিয়া এলাকার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া’ (ডুসালস) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুসলিমুর রহমান।
আবদুল মজিদ ২০১৯-২০ সেশনের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এবং হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। মুসলিমুর রহমান ২০২০-২১ সেশনের ফাইন্যান্স বিভাগের ছাত্র এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে এবং ডুসালস সদস্যদের প্রত্যক্ষ ভোটে আংশিক কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি রায়হান উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইন।
নবনির্বাচিত সভাপতি আবদুল মজিদ বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একত্রিত করা এবং এলাকায় উচ্চ শিক্ষার প্রসারে ভূমিকা রাখা। আমাদের পূর্বসূরিরা ইতোমধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য কাজ করেছেন। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের উন্নয়নে সব ধরণের উদ্যোগ নেব। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সাধারণ সম্পাদক মুসলিমুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের এই বন্ধন আরো দৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে মানিয়ে নিতে যথাসাধ্য সাহায্য করায় আমাদের লক্ষ্য। এই সংগঠনটি ইতিপূর্বে অত্র এলাকায় তথা সাতকানিয়া ও লোহাগাড়া থানায় বিভিন্ন উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে আসছে। যার ফলস্বরূপ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সহ মেডিক্যাল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির জন্য করণীয় দিকনির্দেশনা পেয়ে উপকৃত হয়েছে। আগামীতে আমরাও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।