ক্যাম্পাসের লতা-পাতা, কাগজ-ময়লায় আগুন জ্বালালে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
ক্যাম্পাসের অভ্যন্তরে উন্মুক্তভাবে গাছের লতা-পাতা, কাগজ ও ময়লায় আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) মিসেস ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা কথা জানিয়ে বলা হয়, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীগণ ক্যাম্পাসের অভ্যন্তরে উন্মুক্তভাবে গাছের লতা-পাতা, কাগজ, ময়লা জমা করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। শুকনো লতা-পাতা, কাগজ ও ময়লা পোড়ানোর সৃষ্ট ধোঁয়ায় বাতাসে ভাসমান বস্তুকণার উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে কয়েকগুণ বেড়ে যায়, ফলে বায়ুদূষণ ঘটছে এবং পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের স্বাস্থ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং গড় আয়ু বৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে উন্মুক্তভাবে গাছের লতা-পাতা, কাগজ ও ময়লায় আগুন জ্বালানো সম্পূর্ণ নিষেধ।
এতে আরও বলা হয়, শতবর্ষের এই বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বায়ুদূষণ প্রতিরোধ ও পরিবেশ রক্ষার জন্য সকলের সচেতনতা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের স্বাস্থ্যঝুঁকি এড়ানো, ধূলাবালি নিরসন, বায়ুদূষণ প্রতিরোধ, নির্বিঘ্নে চলাচল এবং পরিবেশ সংরক্ষণের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে উন্মুক্তভাবে শুকনো লতা-পাতা, কাগজ ও বর্জ্য আগুনে পোড়ানো থেকে বিরত থাকতে হবে। গাছের লতা-পাতা নিজ নিজ আঙ্গিনায় জমা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সহযোগিতা নেয়া যেতে পারে। অন্যথায় প্রশাসনিক আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।