মাত্র একমাসের মধ্যে ‘স্বপ্ন’ লাশ হয়ে ফিরছে জাবির রাচির
স্বপ্ন ছিল গ্র্যাজুয়েট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের হবে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেলো। ক্যাম্পাসে জীবনের মাত্র একমাসের মধ্যেই ঝরে গেল বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির প্রাণ।
গত অক্টোবর মাসের ২০ তারিখে তাদের প্রথম ক্লাস শুরু হয়েছিল। মাস না পেরোতেই আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত হয়েছেন এই ছাত্রী। এ ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত রিকশাচালকের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার মৃত্যুর খবরে ক্যাম্পাসের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আসিফ হায়দার নামে একজন ফেসবুকে লিখেছেন, মেয়েটা ১৯ অক্টোবর এসেছিল স্বপ্ন নিয়ে আর আজ ১৯ নভেম্বর ফিরে যাবে লাশ হয়ে। ঘটনাটা সত্য প্রকাশ পাক, দায়ীদের সর্বোচ্চ বিচার হোক। এই বিশৃঙ্খলা মেনে নেওয়া সম্ভব না।
শোয়েব জাবের নামে একজন লিখেছেন, একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিকশা এক্সিডেন্টে কীভাবে একজন শিক্ষার্থী নিহত হয় আমি জানিনা। মেয়েটার বিশ্ববিদ্যালয় জীবনের বয়স আজকে দিয়ে মাত্র ২৯ দিন। রাঁচির যে জীবনটা শুরু হয়েছিল গত মাসের ২০ তারিখে, সেটা অনন্তকাল চলতে থাকবে যতদিন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে। আমরা অগ্রজরা ব্যর্থ, অনুজদের জন্য নিজের ক্যাম্পাসের মধ্যে আমরা নিরাপদ সড়ক এখনো তৈরি করতে পারিনি। আমরা লজ্জিত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাচি নতুন কলা ভবনের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে।
নিহত আফসানা করিম রাচির পিতার নাম মো. রেজাউল করিম। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তবে তার পরিবার রাজধানীর গ্রীন রোডে থাকে বলে জানা গেছে।