রাবিতে এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় প্রাথমিকভাবে নির্ধারণ করেছে ভর্তি উপকমিটি। সে অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
তবে এবারের ভর্তি পরীক্ষায়ও বিগত কয়েক বছরের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কি না, তা নিয়ে দ্বিধায় ভুগছেন কিছু ভর্তি-ইচ্ছুক। এক বিশ্বস্ত সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জানুয়ারিতে রাবির ভর্তি পরীক্ষা হওয়ার তথ্যটি সঠিক নয়
সূত্রটি জানায়, ভর্তি উপকমিটির সভায় ভর্তি-ইচ্ছুকদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে কমিটির সবাই একমত পোষণ করেছেন। বিষয়টি ভর্তির মূল কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৪ নভেম্বর ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে ভর্তি পরীক্ষাসংক্রান্ত সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হবে।
এর আগে, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভর্তির সম্ভাব্য তারিখ জানানো হয়।
আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় এবারও থাকবে সিলেকশন, পরিবর্তন হতে পারে তারিখ
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপকমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এ সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তিসংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।