০৫ নভেম্বর ২০২৪, ২১:৪৩

শ্রমিক হত্যার প্রতিবাদে চবিতে মশাল মিছিল

মশাল মিছিল  © টিডিসি ফটো

যৌথ বাহিনীর গুলিতে নিহত পোশাক শ্রমিক কাউসার ও চম্পার মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জশদ জাকিরের সঞ্চালনায় বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা। 

এসময় বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ২৬ জন শ্রমিকের আত্মত্যাগে স্বৈরাচার মুক্তির আশা পূর্ণ হয়েছে, কিন্তু এরপরও শ্রমিক হত্যা বন্ধ হয়নি। বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা নিয়ে আন্দোলন করা শ্রমিকদের উপর পুলিশের নির্যাতন অব্যাহত রয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘আজ শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারছি। আমাদের শিক্ষকদের বেতন ও অন্যান্য ব্যয় সেই কর থেকে আসে, যা শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফল। শ্রমিকরা যখন যৌক্তিক দাবিতে জীবন দেয়, তখন তাদের পক্ষে আমাদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব।’

মশাল মিছিল থেকে ছাত্রনেতারা উপস্থিত সবাইকে শ্রমিকদের অধিকারের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান।