সেকেন্ড টাইম আন্দোলন নিয়ে মুখোমুখি ঢাবি শিক্ষার্থী-ভর্তিচ্ছুরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট গ্রোগ্রামে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার (সেকেন্ড টাইম) সুযোগের দাবিতে আন্দোলনকারীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তাদের অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে অভিযোগ করে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন তারা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনকারীরা অবমাননাকর মন্তব্য ও গালাগাল করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী গত রোববার (৩ নভেম্বর) জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মধ্যস্ততায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশার সঙ্গে দেখা করেন। পরে বের হওয়ার সময় তাদেরকে গালাগাল ও লাঞ্ছিত করা হয় বলে তারা অভিযোগ করেছেন।
আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক শোভন এবং তাসমিয়া আলম সুনেহা বলেন, তার বের হওয়ার পরই আব্দুল্লাহ কাজী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ কাজী নামে এক শিক্ষার্থী তাদের গালাগাল এবং লাঞ্ছিত করেন।
এ বিষয়ে আব্দুল্লাহ কাজীর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সুনেহার শেয়ার করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালাগাল করেছেন। তিনি এর প্রমাণও দেখাতে চান।
আরো পড়ুন: নতুন বছরে ‘স্কুল ফিডিং’ প্রকল্প চালু নিয়ে শঙ্কা, শিক্ষক-অভিভাবকদের হতাশা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেকেন্ড টাইম আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটি মূলত সাইবার দ্বন্দ্ব। এ কারণে প্রক্টরিয়াল টিম তাদেরকে প্রোভিসির সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করেছে।
তিনি বলেন, তারা ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু নেতিবাচক কথাবার্তা লিখছে। তাদের এসব করতে নিষেধ করা হয়েছে। দাবির বিষয়ে আইনের আদালতের রায়ের কপিও তাদের দেখানো হয়েছে। কিন্তু শুনছে না। তারা শাহবাগে ছিল। সেখান থেকে একটি প্রতিনিধি দল এসেছিল প্রোভিসির সঙ্গে দেখা করতে। তবে তার সামনে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেনি।