সভা-সমাবেশের জন্য জাবির হলের বড় ভাইদের ডাকে সাড়া দিলেই শাস্তি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল কর্তৃপক্ষ র্যাগিং প্রতিরোধে কঠোর নির্দেশনা জারি করেছে। হলের নোটিশ বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাগিং একটি গুরুতর অপরাধ এবং এ ধরনের অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে র্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: ১) বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বা আজীবন বহিষ্কার। ২) হল থেকে বহিষ্কার। ৩) একাডেমিক সার্টিফিকেট স্থগিত বা বাতিল। ৪) আর্থিক জরিমানা।
এছাড়াও, হল কর্তৃপক্ষ প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা করেছেন। নির্দেশনায় বলা হয়, হলের গেস্টরুম, কমনরুম বা হলের বাইরে কোথাও কোনো সিনিয়র শিক্ষার্থী যদি সভা, সংবর্ধনা বা জমায়েতে অংশগ্রহণের জন্য আহ্বান করে, তাহলে সেই সভা বা জমায়েতে যোগদান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কোনোরকম আয়োজন বা অংশগ্রহণের চেষ্টা হলে, তা হল প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রশাসন শিক্ষার্থীদেরকে র্যাগিং সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান বা অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। যেকোনো প্রয়োজনে হল প্রভোস্ট, আবাসিক শিক্ষক এবং সহকারী আবাসিক শিক্ষকদের মোবাইল নম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সুস্থ একাডেমিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।