০২ নভেম্বর ২০২৪, ১৩:১৩

জাবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান, সম্পাদক ওয়াজহাতুল

ওয়াইজেএফবি জাবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক ওয়াজহাতুল ইসলাম  © টিডিসি

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে বার্তা২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসানকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে৷ 

শনিবার (২ নভেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

কমিটিতে স্থান প্রাপ্ত অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে  জোবায়ের আহমেদ (ডিবিসি টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে বায়েজিদ হাসান রাকিব (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ পদে মাহ্ আলম (ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক পদে এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ওসমান সরদার (যায়যায়দিন), প্রশিক্ষণ সম্পাদক পদে বোরহান রাব্বানী (রাইজিং ক্যাম্পাস) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আহসান হাবীব (রাইজিং বিডি)৷ 

আরও পড়ুন: জাবির হলে ফুল ও কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল

নবগঠিত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারুক হোসেন (দ্যা ডেইলি  ক্যাম্পাস), রবিউল ইসলাম (ঢাকা টাইমস), নাইম খান (দৈনিক প্রবাসীর দিগন্ত), সজীবুর রহমান সজীব (বাহান্ন নিউজ), মুজাহিদুল ইসলাম মাহির (লাস্ট নিউজ বিডি)৷ 

এ ছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন মো. ইউসুফ জামিল ও ফাহিম আহমেদ মন্ডল৷