২২ অক্টোবর ২০২৪, ১৮:৪৮

এবার ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে বিক্ষোভের ডাক

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাথে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের ভিসি চত্ত্বরে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।  

এর আগে, গতকাল ২১ অক্টোবর সাত কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ৩ দফা দাবিও তুলে ধরেন। পরবর্তীতে দাবি আদায়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। এসময় দাবি মেনে না নেওয়া হলে আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে আবারও আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: সাত কলেজের সার্টিফিকেটে ‘এফিলিয়েটেড’ লেখা থাকবে না, তথ্যটি সঠিক নয়

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেটে ‘এফিলিয়েটেড’ লেখা থাকবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও গুজব বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।