রাজু ভাস্কর্যে হিজাব কাণ্ডে তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় হিজাব পরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২১ অক্টোবর) ঢাবির প্রক্টর দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠন করা পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির বাকি চারজন হলেন- মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং ড. শান্টু বড়ুয়া।
আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে রাজু ভাস্কর্যে হিজাব, শুরু হচ্ছে তদন্ত
এর আগে, সোমবার সকালে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে তদন্ত কমিটি গঠন ও তাদের কার্যপরিধি নিয়ে ডেইলি ক্যাম্পাসকে জানান। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য এই কমিটি কার্যকরী সিদ্ধান্ত নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।