১৬ অক্টোবর ২০২৪, ২২:৪৭

নিরাপত্তা বাড়াতে জাবিতে তৈরি হচ্ছে আনসার ক্যাম্প  

আনসার ক্যাম্প স্থাপনের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ক্যাম্প স্থাপনের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে এ ক্যাম্প স্থাপনের কাজ শুরু করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আকাশ আহমেদ বলেন, মীর মোশাররফ হল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিগত কয়েকবছর ধরে বিভিন্ন সময়ে সাধারণ মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 

‘কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছিনতাইকারীরা ছুরির আঘাতে গুরুতর আহত করেছে । প্রশাসন নিরাপত্তা জোরদার করতে আনসার ক্যাম্প বানাচ্ছে নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে. এম. রাশিদুল আলম বলেন, "শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় মীর মশাররফ হোসেন হলের পাশেই আনসার ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে ঢাকা জেলা পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন। নিরাপত্তায় সাময়িক ভাবে আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। নির্মাণাধীন ক্যাম্পের কাজ শেষ হলে দ্রুত আনসার সদস্যদের নিয়োগ দেয়া হবে।