০৫ অক্টোবর ২০২৪, ১৪:৫৫

বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার সিইউও হলেন রাবি শিক্ষার্থী

ছবি  © টিডিসি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিমান শাখার ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান শাহরুখ। তিনি যশোর স্কোয়াড্রনে ৫৮ নম্বর বিএনসিসি ব্যাটালিয়নের সিইউও হিসেবে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের পিইউও ড. মো. আনোয়ার হোসেন তাকে সিইউওর ব্যাচ পরিয়ে দেন।

শাহরুখ রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান  বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও বিএনসিসির বিমান শাখার সাবেক ক্যাডেট সার্জেন্ট।

গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যশোর স্কোয়াড্রনের ক্যাম্পে সিইউও পরিক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত, ড্রিল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হন শাহরুখ ।

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, বছরে থাকছে ১৭ লাখ টাকা

উল্লেখ্য, মিজানুর রহমান শাহরুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিএনসিসির বিমান শাখার কন্টিনজেন্ট কমান্ডার ও ২৬ মার্চে পাইলট হিসেবে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি ১ করে স্কোয়াড্রন, উইং ও সেন্ট্রাল ক্যাম্প করেন।