চবির হলে সিট পেতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সকল আবাসিক হলে সিট বরাদ্দের জন্য রক্তে মাদকের উপস্থিতির পরীক্ষায় (ডোপ টেস্ট) উর্ত্তীর্ণ হতে হবে। এতে কোনো শিক্ষার্থী অনুর্ত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তাদের আবাসন সুবিধা চেয়ে অনলাইনে আবেদনর পাশাপাশি একই মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস প্রেরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন বরাদ্দপ্রাপ্ত ছাত্রদের বাধ্যতামূলকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রক্তে মাদকের উপস্থিতির পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন: চবিতে গাঁজা বানানোর সময় চার শিক্ষার্থী আটক
ছাত্রদের হলসমূহে পূর্বে বরাদ্দপ্রাপ্তদেরও আবেদন করতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ছাত্রীদের হলসমূহে পূর্বে বরাদ্দপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। আসন বরাদ্দ হয়নি, কিন্তু বরাদ্দ প্রাপ্তির উদ্দেশ্যে পূর্বে করা যে কোন আবেদন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পূর্বে পরিশোধ করা আবেদন ফী ফেরত দেয়া হবে।’
আবেদনের সময়: ২৯ সেপ্টেম্বর দুপুর ১২:০০ টা থেকে ০২ অক্টোবর বিকাল ৩:৩০মি পর্যন্ত।
আবেদনের যাবতীয় তথ্য জানতে এখানে ক্লিক করুন।