৫ মাসের মধ্যে রাকসু নির্বাচন: রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্র রাজনীতি থাকবে কি না বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করব।
ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ছাত্র রাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা। দ্বিতীয়ত, আগের ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা।
উপাচার্য আরো জানান, ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই রাকসু নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু হবে।
এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে অনেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত নেওয়ার জন্য পোল তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেছেন। তবে উল্লেখযোগ্য একটি অংশ সংস্কারমূলক ছাত্র রাজনীতির পক্ষে মতামত দিয়েছেন।