২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৫

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের 

মহাসড়ক অবরোধ  © টিডিসি ফটো

ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও গণহত্যায় জড়িত খুনি এবং দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন শুরু হয়। 

এসময় মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ১৫ মিনিটের জন্য প্রতীকী অবরোধ করেন শিক্ষার্থীরা। তখন সাময়িক সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হল- গণহত্যায় জড়িত খুনিদের চিহ্নিত করে মামলা করতে হবে, আগামী সাতদিনের মধ্যে খুনিদের গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং তিন মাসের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘জুলাই গণহত্যায় জড়িত খুনি ও দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই বোনেরা কবরে কিন্তু খুনিদের বিচারে দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। অবিলম্বে সবার বিচার নিশ্চিত না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ‘গণহত্যায় জড়িত খুনিদের বিরুদ্ধে বর্তমান সরকারকে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখি নাই, যা আমাদের জন্য লজ্জার। বর্তমান সরকার শহীদদের রক্তের মাধ্যমে এসেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচার নিশ্চিত হোক।’

সাভারে পুলিশের গুলিতে নিহত হওয়া শ্রাবণ গাজীর বাবা আহাজারি করে বলেন, ‘অনেকদিন হয়ে গেলেও আমার মতো ছেলে হারানো পিতা-মাতারা তাদের সন্তানদের হত্যার বিচার পাচ্ছে না। অবিলম্বে খুনিদের বিচার নিশ্চিতের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি।’