২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮
জহুরুল হক হলে মব জাস্টিস বিরোধী প্রতিবাদ সন্ধ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ‘সার্জেন্টস অ্যাগেইনস্ট মব কালচার’ শীর্ষক মব জাস্টিস বা মব কালচার বিরোধী প্রতিবাদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সন্ধা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ২০২৪ এর জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাম্প্রতিক মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদী গান, কবিতা ও মাইম প্রদর্শিত হয়।
হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহসহ উপস্থিত সকলেই মব জাস্টিস বা মব কালচারসহ সর্বপ্রকার হত্যা, জিঘাংসার বিপক্ষে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন