২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩

জাবিতে শামীম হত্যা: সমন্বয়কসহ ৮ শিক্ষার্থীর নামে মামলা

শামীম আহমেদ  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যায় ৮ জনসহ ২০-২৫ জনের নামে অজ্ঞাতনামা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে মামলাটি নথিভুক্ত হয় বলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার এবি এম আজিজুল রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এক সমন্বয়কসহ এজাহারনামীয় আসামিরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের ৪৫তম ব্যাচের রাজু আহাম্মদ, ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের জুবায়ের আহমেদ ও ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের হামিদুল্লাহ সালমান।

এছাড়াও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের ৪৭তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনিটিক ইঞ্জিনিয়ার বিভাগের ৪৯তম ব্যাচের আহসান লাবিব রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার এবি এম আজিজুল রহমান দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, শামীম হত্যা ঘটনায়  সাময়িকভাবে বহিষ্কৃত ৮ জন শিক্ষার্থী সহ আরো ২০ থেকে ২৫ জনের নামে অজ্ঞাতনামা মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।