র্যাগিং করলে শাস্তির হুঁশিয়ারি রাবি প্রশাসনের
র্যাগিংকে সামাজিক অপরাধ আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িত থাকলে বিধি-মোতাবেক শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় কোনো প্রকার র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র্যাগিং করলে বা কাউকে র্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে।
আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বুলিং-র্যাগিং প্রতিরোধ’ নীতিমালা বাস্তবায়নের নির্দেশ
উল্লেখ্য, বিভাগের সভাপতির অনুমতিব্যতিত বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।