০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫১

ঢাবির ক্লাস শুরু হতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে

ঢাবির ক্লাস চালু হতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সম্ভাব্য সময় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ। রবিবার (৮ সেপ্টেম্বরে) সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রভোষ্টদের এক মিটিংয়ে এমন প্রাথমিক সিদ্ধান্ত আসে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং অফিস প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিক প্রস্তাব গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আলোচনায় উঠে আসে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে এরইমধ্যেই হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়েও এ ধরনের মতবিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের ফলে এরইমধ্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে, যা প্রশাসন গুরুত্বসহকারে বিবেচনা করছে। সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।