সমন্বয়কদের আল্টিমেটামে পদত্যাগ করলেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিরমুখে বেঁধে দেওয়া সময় সকাল ১১টার পূর্বেই পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ।
তিনি বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারিকুল হাসান। আজ বিকেল তিনটায় এ বিষয়ে মিটিং হবে এবং মিটিং শেষে আমরা সাংবাদিকদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবায়দুর রহমান প্রামানিক বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি তবে তিনি পদত্যাগ করেছেন সেটি শুনেছি।
সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার
উল্লেখ্য, ক্লাস চালু বিষয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পায়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে।