২৯ আগস্ট ২০২৪, ২২:১৪
চবির হল চালু নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে দ্যা ডেইলি ক্যাম্পাসের লোগোযুক্ত ভুয়া একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দ্যা ডেইলি ক্যাম্পাসের ফটোকার্ডের মতো হুবহু অবিকল করে এটি ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফটোকার্ডটি ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ রয়েছে, সিন্ডিকেট সভার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ঠা সেপ্টেম্বর খুলছে চবি হল।
জানা গেছে, গত ১ জুলাই থেকে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ডেইলি ক্যাম্পাসের নামে এরকম ভুয়া ফটোকার্ডে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি চবি প্রশাসন। তাই আমাদের দর্শক ও পাঠকদের জানাতে চাই– এটি দ্যা ডেইলি ক্যাম্পাসের নিউজ কার্ড নয়। এটি একটি ভুয়া, যেটির সঙ্গে ডেইলি ক্যাম্পাসের কোনো সম্পৃক্ততা নেই।