২৫ আগস্ট ২০২৪, ১৬:২৪
লক্ষ্মীপুরে ২৫০০ পরিবারকে ত্রাণ দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে ২৫০০ পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ রবিবার (২৫ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান ত্রাণ বিতরণ টিমের সমন্বয়ক ও ঢাবির ১৮-১৯ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রহিম।
শিক্ষার্থীরা জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ১০ হাজার পরিবারকে তারা ত্রাণ উপহার দিবেন।
ত্রাণ বিতরণ টিমের সমন্বয়ক আব্দুর রহিম রবিবার জানান, অগ্রাধিকারের ভিত্তিতে এই ত্রাণ পরিচালনা হচ্ছে। টিএসসসি থেকে ৩টি ট্রাক এসেছে এবং আমরা ফান্ড কালেকশন করে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।
তিনি বলেন, গতকাল শনিবার থেকে এই পর্যন্ত প্রায় ২৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। আমরা ১০ হাজার পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে চাই।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

প্রতিদিন ১০ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতাকে বহিষ্কার

পুলিশ প্রশাসন এখনো চাঁদাবাজদের ভয় করে চলছে: নাহিদ ইসলাম

লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৭ সহপাঠী গ্রেপ্তার

সোহাগ হত্যা ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে অপতথ্য, সতর্ক করল ডিএমপি
