২৩ আগস্ট ২০২৪, ১২:০০
সমালোচনার পর সভার তারিখ পরিবর্তন রাবি শিক্ষক সমিতির
বন্যার্তদের সহযোগিতার জন্য সিদ্ধান্ত নিতে ২৭ আগস্ট মিটিং ডেকেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেরি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চরম সমালোচনার মুখে পড়ে শিক্ষকদের এ সংগঠনটি। ফলে মিটিংয়ের সময় এগিয়ে এনে আগামীকাল শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানান।
তিনি বলেন, জানতে চাইলে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার বলেন, ২৭ তারিখের আগে কোনো ছুটি না থাকায় মিটিং দেওয়া সম্ভব হতো না। তাই সকলের মতামতকে প্রাধান্য দিয়েই ২৭ তারিখে মিটিংয়ে বসার সিদ্ধান্ত নেই। পরে সবাই মিটিংটা এগিয়ে আনার জন্য মতামত দেন।
তিনি আরো বলেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৭ আগস্টের মিটিংটা আগামীকাল হবে।