১৪ আগস্ট ২০২৪, ১৮:০৮

শোক দিবসের নামে বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে: সারজিস

  © সংগৃহীত

১৫ আগস্ট শোক দিবসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী ‘রেজিস্টেন্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাজু ভাস্কর্যে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
 
সারজিস বলেন, ‘বৃহস্পতিবার শোক দিবসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করবে। সেটি প্রতিহত করতে আমরা মাঠে থাকবো। পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করা হলে, কেউ গায়েবানা জানাজা পড়ার লোকও খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই সমন্বয়ক।
 
তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন রাজপথে থাকবো আমরা।’