চবি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করলো শিক্ষার্থীরা
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের পদত্যাগের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় এবার ক্যাম্পাসে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে উপাচার্যকে দুপুর ১টায় অবাঞ্চিত ঘোষণার পাশাপাশি আগামীকাল সোমবার (১২ আগস্ট) উপাচার্যের কুশপুত্তলিকাদাহ করার নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সৈয়ব আহমেদ সিয়াম বলেন, আমাদের উপাচার্য একজন দালাল, নির্লজ্জ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সাথে বসেছে যাদে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হয়। আমরা টানা তিনদিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। তিনি পদত্যাগ না করায় আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছি। এর মধ্যে দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে আর অংশগ্রহণ করতে পারবেন না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ কর্মকর্তারা ইতোমধ্যে পদত্যাগ করেছে।