০৯ আগস্ট ২০২৪, ১৪:১৮
এবার পদত্যাগ করলেন রাবির দুই উপ-উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম (প্রশাসন) ও অধ্যাপক হুমায়ুন কবীর (শিক্ষা) পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে তারা পদত্যাগ করেছেন বলে প্রশাসনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তারা বলছেন, ব্যক্তিগত কারণে উপ-উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন প্রশাসনের এই কর্তারা। এখন থেকে তারা নিজ বিভাগে অধ্যাপনা করবেন।
এর আগে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, হিসাব পরিচালক ড. শামসুল আরেফিনসহ ২৯ জন প্রশাসক ও পরিচালক পদত্যাগ করেছেন। তাদের অধিকাংশ পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।