চালু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় প্রায় এক মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল খুলবে আগামী ১৮ আগস্ট। এর পরের দিন ক্লাস শুরু হবে। ১৬ আগস্ট থেকে নিয়মিত সূচিতে চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত ৫৫২ তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, আগামী ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। এছাড়া আবাসিক হলে আসন বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে হলে আসনের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যারা আগে একবার আবেদন করেছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ১৭ আগস্ট আসন বরাদ্দ দেওয়া হবে। হল খুলবে ১৮ আগস্ট। এবং ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নথি অনুসারে, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৩৩০ জন। এসব শিক্ষার্থীদের থাকার জন্য হল রয়েছে ১৪টি। এর মধ্যে চালু আছে ১২টি। চালু থাকা হলের মধ্যে ছাত্রদের ৭টি, বাকি ৫টি ছাত্রীদের। ছাত্রীদের হলে বরাদ্দ প্রক্রিয়া চলমান। নিয়ম মেনে ছাত্রদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুনে বরাদ্দ দেওয়া হয়েছিল।
২০১৯ সালে কর্তৃপক্ষ আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়। সে বার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ ছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদন করেন ১ হাজার ৬০ শিক্ষার্থী। আবেদন করলেও শিক্ষার্থীরা বৈধভাবে হলে উঠতে পারেননি।